বিষয়বস্তুতে চলুন

শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/২৬

উইকিসংকলন থেকে

(ভৈরবী, জৎ)

কবে হ’ব মা শব-শিব, শ্রীপদ হৃদয়ে পা’ব;
(পেয়ে) পরমার্থ চরিতার্থ, চরণতলে পড়ে র’ব।
স্পন্দহীন স্থির গাত্রে, প’ড়ে র’ব উদ্ধানেত্রে,
অবিচ্ছেদে অহোরাত্রে ত্বন্নামে তন্ময় রহিব॥
বাহিরে ঘুমা’ব আমি, (তারা) অন্তরে জাগিবে তুমি,
আমি তুই কি তুমি আমি, ভেদাভেদ সব ভুলে যাব। ২৬॥