শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/৩
অবয়ব
(পৃ. ২)
[শুকদেব বন্দনা]
(বসন্তবাহার, সুরফাক্তা।)
বন্দে—মুনিজনগণ-নায়ক চারু হরিগুণগায়ক-শুকদেবম্,
দ্বৈপায়ন-জীবনধন যোগিবর-যোগানন্দম্; বন্দে।
বিগত-বিমোহ-ভী-মদ-কামক্রোধম্ প্রযত-যোগব্রত-ধারণম্,
সম-সুখদুখ-শীতাতপ-ভ্রম-দ্বন্দাতীত মুনীন্দ্রম্; বন্দে।
হরিনামামৃতরস-মগন-সঘন-ঘন হরে হরে হে মুরারে বদন্তম্।
মুহু মুছ মুহু মাধব মধুসূদন মধুর-নদন্তম্;
দর দর দর ধার-ললিত-গলিত-যুগল-লোল লোচনম্,
দেহি সরোজে শুকদেব শ্রীপদরজঃ—
ভবভীষণবিপদ-বিমোচনম্; বন্দে। ৩॥