বিষয়বস্তুতে চলুন

শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/৭

উইকিসংকলন থেকে

(খটভৈরবী, একতালা।)

(বুঝি) ভূতলে শশী ভাতিল আসি, কে ও রূপসী কাননে,
কি সুবঙ্গে তড়িত অঙ্গে জড়িত, পীড়িত অনঙ্গ-বাণে।
(কভু) মলিন বয়ান, ধূলিতে শয়ন, মুদিত নয়নপত্র,
(ধূলি) বিলীন কেশ, মলিন বেশ, জীবন শেষ মাত্র,
(কভু) খল খল খল বিকল হাস, কভু বা হৰ্ষ কভু বা রোষ
(কর্ম্ম) লগন দশন সঘন শ্বাস, (হরি) ত্রাস বিশ্ব মানে॥

(কভু) হিন্তাল-তল-তাল-তমাল-মাধবী-মূলে ধায়,
হা হা মাধব প্রাণ-মাধব বলি অমনি ধূলি লুটায় রে;—
(কভু) যমুনারি বারি পারে নেহারি মথুরারি পানে চায়,
(যায়) ঝাঁপ দিতে জলে সখি ধরে কোলে, অমনি জ্ঞান হারায় রে;—
(কভু) মঞ্জুল কলকুঞ্জ মাঝারে কুঞ্জরগতি ধায়,
হা হা কেশব প্রাণকেশব বলি কানুধন-গুণ গায় রে;—
(ধনি) চঞ্চলে চলে, অঞ্চল ঝোলে, (যেন) বঞ্চিতমণি নাগিনী,
(মদ-) মত্ত ভঙ্গি মাতঙ্গিনী, সঙ্গেতে শত সঙ্গিনী;
(কে রে) শোকসিন্ধু-অকূল সলিলে ভাসে কনক-পদ্মিনী;
(রাধে) ভব-আরাধ্য, শ্রীপাদপদ্মে সরোজ সঁপেছে প্রাণে। ৭॥