রচনা:শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত থেকে পুনর্নির্দেশিত)
চৈতন্যচরিতামৃত
ধরন | hagiography ![]() |
---|---|
সংস্করণ | Śrī Caitanya-caritāmṛta, শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত, শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতম্ ![]() |
লেখক | কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ![]() |
রচনার বা নামের ভাষা | সংস্কৃত ভাষা, বাংলা ভাষা ![]() |
মেধাস্বত্বের স্থিতি | পাবলিক ডোমেইন ![]() |
অখণ্ড সংস্করণ
- রাধিকানাথ গোস্বামী (১৯১৫ খ্রিস্টাব্দ) অনূদিত -
•
- সুবোধচন্দ্র মজুমদার (১৯৪১ খ্রিস্টাব্দ) অনূদিত -
•
- হরেকৃষ্ণ মুখােপাধ্যায় (১৯৫৫ খ্রিস্টাব্দ ) অনূদিত -
•
- উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় (১৯৭৯ খ্রিস্টাব্দ) অনূদিত -
•
খণ্ড ভিত্তিক সংস্করণ
জগদীশ্বর গুপ্ত (১৮৮৯ খ্রিস্টাব্দ (১২৯৬ বঙ্গাব্দ) অনূদিত)
মদনগােপাল গােস্বামী (১৮৯৭ খ্রিস্টাব্দ ) অনূদিত -
রামনারায়ণ বিদ্যারত্ন (১৯১৫ খ্রিস্টাব্দ (১৩২২ বঙ্গাব্দ)) অনূদিত
যোগেন্দ্রচন্দ্র দেব দাস (১৯১৫ খ্রিস্টাব্দ) অনূদিত -
রাধাগোবিন্দ নাথ (১৯৩০ খ্রিস্টাব্দ) অনূদিত -
- আদিলীলা
- মধ্যলীলা
- অন্ত্যলীলা
বিনোদবিহারী গোস্বামী (১৯৫৮ খ্রিস্টাব্দ) অনূদিত -
কুমুদরঞ্জন ভট্টাচার্য্য (১৯৫৮ খ্রিস্টাব্দ) অনূদিত - (খণ্ড ভিত্তিক গদ্য সংস্করণ)