বিষয়বস্তুতে চলুন

সঙ্গীত-সুধা/অখিল তারণ ব’লে

উইকিসংকলন থেকে

২৪

কীর্ত্তন ভাঙ্গা—একতালা।

অখিল-তারণ বলে’ একবার ডাক তাঁরে।
একবার ডাক তাঁরে ভক্তসঙ্গে, ভাসি সবে প্রেম-তরঙ্গে,
দয়াময় দয়াময় দয়াময় বলে’।
—একবার হৃদয় খুলে —
যদি যাবে ভব-সিন্ধু পারে,  ডাক তাঁরে ত্বরা করে’,
দয়াময় দয়াময় দয়াময় বলে’।
—একবার মনের সাধে —