বিষয়বস্তুতে চলুন

সঙ্গীত-সুধা/অমৃত সাগর বিনা

উইকিসংকলন থেকে

বেহাগা—আড়া।

অমৃত সাগর বিনা শান্তি কোথা আছে আর?
ভুলে’ সে অমৃতে যেই, বিষয়-বিষের কুণ্ডে,
করে শান্তি অন্বেষণ, ভ্রম বুদ্ধি তার।
ওরে সন্তাপিত জীব, বৃথা কেন ভ্রমিতেছ,
কাঁদিতেছ ভবারণ্যে, হ’য়ে শান্তিহারা;
অমৃত সাগরে যাও, যাবে তাপ পাবে শান্তি,
সকলের তরে আছে মুক্ত তাঁর দ্বার।