সঙ্গীত-সুধা/এই দেহের এত অহঙ্কার
অবয়ব
৩
বেহাগ—আড়া।
এই দেহের এত অহঙ্কার;
অবশ্য মরিতে হবে কিছু দিনান্তর।
হ’লে দেহ প্রাণ-হীন, কোথা রবে অভিমান,
ভূমিতে পড়িয়ে রবে হয়ে শবাকার;
পিতা মাতা বন্ধুগণ, সম্মুখে করি’ রোদন,
গাইবে তোমার গুণ করি হাহাকার।
এখন’ প্রবোধ মান, ত্যজ কুপথ-গমন,
কুৎসিত ভাবে দৰ্শন নরনারীচয়;
সর্ব্বলোক অপমান, অনাথ-অর্থ-হরণ,
পরনিন্দ পরপীড়া কর পরিহার।