বিষয়বস্তুতে চলুন

সঙ্গীত-সুধা/তিনি পরমাত্মা

উইকিসংকলন থেকে

২০

কীর্ত্তন ভাঙ্গা— একতালা।

তিনি পরমাত্মা পরম ধন
পর-ব্রহ্মে ভুলনা রে মন।
—তিনি জীবের জীবন —
—তিনি পতিত-পাবন—

ব্রহ্মনামটী বল রে রসনা  কথা শোন্‌ রে মন;
এই বেলা দিন ত ব’য়ে যায়;—
ঐ দ্যাখ্‌ শিয়রে বসিয়ে শমন, ক’র্‌ছে বন্ধনেরই আয়োজন।