সঙ্গীত-সুধা/তুমি নাথ সর্ব্বস্ব
অবয়ব
১৯
ইমনকল্যাণ—চৌতাল।
তুমি নাথ সর্ব্বস্ব আমার;
তোমা বিহনে ভবে কেবা আছে আর।
তুমি পিতা তুমি মাতা, তুমি গুরু জ্ঞান-দাতা,
তুমি হে অধম-ত্রাতা জীবন-আধার।
১৯
ইমনকল্যাণ—চৌতাল।
তুমি নাথ সর্ব্বস্ব আমার;
তোমা বিহনে ভবে কেবা আছে আর।
তুমি পিতা তুমি মাতা, তুমি গুরু জ্ঞান-দাতা,
তুমি হে অধম-ত্রাতা জীবন-আধার।