বিষয়বস্তুতে চলুন

সঙ্গীত-সুধা/দয়াল নামের যদি

উইকিসংকলন থেকে

২৮

কীর্ত্তন ভাঙ্গা—ঝাঁপতাল।

দয়াল নামের যদি ক’রেছ ভাই সুধা পান
তবে থেক না মোহে আর অচেতন।
নামে পাতকী ত’রে যায়, অনন্ত-জীবন পায়
বল বল হে বদন ভ’রে সর্ব্বক্ষণ।
পাপে তাপে পুড়ে’ মরি, দেখ সব নরনারী
হাহাকার করিতেছে না দেখে উপায়;
তুমি পাইয়ে দয়াল নাম, রবে কি হ’য়ে বাম,
পিতার করুণা বলিতে কি লজ্জা হয়।
এস সব ভাই মিলে, মহানন্দে প্রেমে গ’লে,
দ্বারে দ্বারে গিয়ে করি দয়াল নাম কীর্ত্তন;
পাপ-যন্ত্রণা দূরে যাবে, তাপিত-হৃদয় শীতল হবে,
এ নাম শ্রবণে কীর্ত্তনে হয় পরিত্রাণ।