সঙ্গীত-সুধা/নির্ম্মল হইবে যদি
অবয়ব
২৭
কীর্ত্তন ভাঙ্গা—একতালা।
নির্ম্মল হইবে যদি মুখে দয়াল বল রে;
নির্ম্মল হইবে যদি—রসনা রে—
প্রভুর নাম-রসানে মোজ হৃদি রে।
ঐ দয়াল নাম সুধা-সিন্ধু;
ও নাম কর্ণে লও রে এক বিন্দু।
— ওরে রসনা
ঐ দয়াল নাম সিংহেরি শব্দ;
শুনে’ অরিগণ সব হয় স্তব্ধ।
— ওরে রসনা