বিষয়বস্তুতে চলুন

সঙ্গীত-সুধা/পাপের যাতনা আর

উইকিসংকলন থেকে

১২

জয়জয়ন্তি— ঝাঁপতাল।

পাপের যাতনা আর সহিতে না পারি নাথ,
হৃদয় দহিছে সদা জ্বলন্ত অনলে হে।
মনেতে প্রতিজ্ঞা করি, পাপ-পথ পরিহরি,
কেমন এ প্রবল অরি, ছাড়ে না আমায় হে;
কোথা হে দীন-শরণ, কর কর কর ত্রাণ,
দরশন দিয়ে পাপ-যাতনা ঘুচাও হে।