সঙ্গীত-সুধা/প্রেম বিনা হৃদয় শুকালো
অবয়ব
৫
বাউলের সুর—একতালা।
প্রেম বিনা হৃদয় শুকাল’;
আর সইতে নারি, কাতর প্রাণ, পাপেতে মন ডুবিল।
এখন যেদিকে হেরি হে দয়াময়,
দেখি প্রেমহীন শুষ্কভাব মলিন হৃদয়,
কোথাও নাইক’ সুখ, মনের দুখে ভ্রমিতেছি হ’য়ে ব্যাকুল।
তুমি ত নাথ প্রেমেরই সাগর,
এসেছি তোমার দ্বারে হইয়ে কাতর,
পূরাও পূরাও আশা, প্রেমদানে তাপিত প্রাণ কর শীতল।