বিষয়বস্তুতে চলুন

সঙ্গীত-সুধা/বাসনা ক’রেছি মনে

উইকিসংকলন থেকে

কীর্ত্তন ভাঙ্গা—একতালা।

বাসনা ক’রেছি মনে দেখিব তোমায়;
তোমার করুণা বিনা না দেখি উপায় হে।
পাপে মলিন আমি দিবস যামিনী,
দয়া ক’রে ত্রাণ কর দেখি দীনহীন হে।
দয়াময় নাম তোমার শুনিয়া শ্রবণে,
ল’য়েছি শরণ পিতা, দাও দরশন হে।