বিষয়বস্তুতে চলুন

সঙ্গীত-সুধা/হরে মুরারে

উইকিসংকলন থেকে

৩২

ভাঁয়রো—ঠুংরী।

হরে মুরারে, মধুকৈটভারে
গোপাল গোবিন্দ গাও রে।
শ্রীমধুসূদন, যশোদা-নন্দন,
গোপীজন-বল্লভ দানবারে।
গাও, গোপীজন-বল্লভ প্রাণারামে।