সঙ্গীত-সুধা/হৃদয়ে থাক হে নাথ
অবয়ব
১৭
ঝিঁঝিট—আড়া।
হৃদয়ে থাক হে নাথ, নয়ন ভরিয়ে দেখি;
জুড়াব তাপিত প্রাণ, তোমারে হৃদয়ে রাখি।
পাপে তাপে মলিন, হ’য়ে আছি চিরদিন,
যাতনা সহে না আর, তার’ হে দাসে নিরখি।
১৭
ঝিঁঝিট—আড়া।
হৃদয়ে থাক হে নাথ, নয়ন ভরিয়ে দেখি;
জুড়াব তাপিত প্রাণ, তোমারে হৃদয়ে রাখি।
পাপে তাপে মলিন, হ’য়ে আছি চিরদিন,
যাতনা সহে না আর, তার’ হে দাসে নিরখি।