সঞ্চয়িতা/অসময়

উইকিসংকলন থেকে

অসময়

বৃথা চেষ্টা রাখি দাও। স্তব্ধনীরবতা
আপনি তুলিবে গড়ি আপনার কথা।
আজি সে রয়েছে ধ্যানে— এ হৃদয় মম
তপোভঙ্গভয়ভীত তপোবন-সম।
এমন সময়ে হেথা বৃথা তুমি প্রিয়া,
বসন্তকুসুমমালা এসেছ পরিয়া;
এনেছ অঞ্চল ভরি যৌবনের স্মৃতি—
নিভৃত নিকুঞ্জে আজি নাই কোনো গীতি।
শুধু এ মর্মরহীন বনপথ-’পরি
তোমারি মঞ্জীরদুটি উঠিছে গুঞ্জরি।
প্রিয়তমে, এ কাননে এলে অসময়ে;
কালিকার গান আজি আছে মৌনী হয়ে।

তোমারে হেরিয়া তারা হতেছে ব্যাকুল;
অকালে ফুটিতে চাহে সকল মুকুল।

 ২৯ চৈত্র ১৩০২