সঞ্চয়িতা/কার চোখের চাওয়ার হাওয়ায়
অবয়ব
(পৃ. ৭৩৮)
২০
কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন,
তাই কেমন হয়ে আছিস সারা ক্ষণ।
হাসি যে তাই অশ্রুভারে নোওয়া,
ভাব্না যে তাই মৌন দিয়ে ছোঁওয়া,
ভাষায় যে তোর সুরের আবরণ।
তোর পরানে কোন্ পরশমণির খেলা,
তাই হৃদ্গগনে সোনার মেঘের মেলা।
দিনের স্রোতে তাই তো পলকগুলি
ঢেউ খেলে যায় সোনার ঝলক তুলি,
কালোয় আলোয় কাঁপে আঁখির কোণ।
হাম্বুর্গ
৯ সেপ্টেম্বর ১৯২৬
৯ সেপ্টেম্বর ১৯২৬