সঞ্চয়িতা/জ্যোতি
অবয়ব
(পৃ. ৫২৮-৫২৯)
জ্যোতি
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়,—
তোমারি হউক জয়।
তিমিরবিদার উদার অভ্যুদয়,
তোমারি হউক জয়।
হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে
নবীন আশার খড়্গ তোমার হাতে,
জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে—
বন্ধন হোক ক্ষয়।
তোমারি হউক জয়।
এসো দুঃসহ, এসো এসো নির্দয়,—
তোমারি হউক জয়।
এসো নির্মল, এসো এসো নির্ভয়
তোমারি হউক জয়।
প্রভাতসূর্য, এসেছ রুদ্রসাজে,
দুঃখের পথে তোমার তূর্য বাজে,
অরুণবহ্নি জ্বালাও চিত্ত-মাঝে—
মৃত্যুর হোক লয়।
তোমারি হউক জয়।
এলাহাবাদ
প্রভাত। ৩০ আশ্বিন [১৩২১]
প্রভাত। ৩০ আশ্বিন [১৩২১]