সঞ্চয়িতা/ধূসর গোধূলিলগ্নে
অবয়ব
(পৃ. ৮১৮)
ধূসর গোধূলিলগ্নে
ধূসর গোধূলিলগ্নে সহসা দেখিনু একদিন
মৃত্যুর দক্ষিণ বাহু জীবনের কণ্ঠে বিজড়িত
রক্ত সূত্রগাছি দিয়ে বাঁধা—
চিনিলাম তখনি দোঁহারে।
দেখিলাম, নিতেছে যৌতুক
বরের চরম দান মরণের বধূ—
দক্ষিণ বাহুতে বহি চলিয়াছে যুগান্তের পানে।
শান্তিনিকেতন
৪ ডিসেম্বর ১৯৪০
৪ ডিসেম্বর ১৯৪০