সঞ্চয়িতা/পথ-চাওয়া
অবয়ব
(পৃ. ৫১৩)
পথ-চাওয়া
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে—
খুশি রই আপন মনে, বাতাস বহে সুমন্দ।
সারা দিন আঁখি মেলে দুয়ারে রব একা।
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই মনে মনে,
ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ।
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
শিলাইদহ
১৭ চৈত্র ১৩১৮
১৭ চৈত্র ১৩১৮