বিষয়বস্তুতে চলুন

সঞ্চয়িতা/প্রথম দিনের সূর্য

উইকিসংকলন থেকে

প্রথম দিনের সূর্য

প্রশ্ন করেছিল
সত্তার নূতন আবির্ভাবে—
কে তুমি?
মেলে নি উত্তর।

বৎসর বৎসর চলে গেল।
দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিল
পশ্চিমসাগরতীরে
নিস্তব্ধ সন্ধ্যায়—
কে তুমি?
পেল না উত্তর

জোড়াসাঁকো। কলিকাতা
সকাল। ২৭ জুলাই ১৯৪১