সঞ্চয়িতা/ভাসান
অবয়ব
(পৃ. ৫১৩)
ভাসান
এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী।
তীরে ব’সে যায় যে বেলা, মরি গো মরি।
ফুল-ফোটানো সারা করে বসন্ত যে গেল সরে,
নিয়ে ঝরা ফুলের ডালা বলো কী করি?
জল উঠেছে ছল্ছলিয়ে, ঢেউ উঠেছে দুলে—
মর্মরিয়ে ঝরে পাতা বিজন তরুমূলে।
শূন্যমনে কোথায় তাকাস? সকল বাতাস সকল আকাশ
ওই পারের ওই বাঁশির সুরে উঠে শিহরি।
শিলাইদহ
২৬ চৈত্র ১৩১৮
২৬ চৈত্র ১৩১৮