সঞ্চয়িতা/শরণ্ময়ী
অবয়ব
(পৃ. ৫২৩)
শরণ্ময়ী
এই শরৎ-আলোর কমল-বনে
বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে।
তারি সোনার কাঁকন বাজে আজি প্রভাত-কিরণ-মাঝে,
হাওয়ায় কাঁপে আঁচলখানি— ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে।
আকুল কেশের পরিমলে
শিউলিবনের উদাস বায়ু পড়ে থাকে তরুর তলে।
হৃদয় মাঝে হৃদয় দুলায়, বাহিরে সে ভুবন ভুলায়—
আজি সে তার চোখের চাওয়া ছড়িয়ে দিল নীল গগনে।
সুরুল
১১ ভাদ্র [১৩২১]
১১ ভাদ্র [১৩২১]