সঞ্চয়িতা/স্বপ্নে
অবয়ব
(পৃ. ৫০৩-৫০৪)
স্বপ্নে
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে
অরুণবরন পারিজাত লয়ে হাতে।
নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে,
একা চলি গেলে তোমার সোনার রথে—
বারেক থামিয়া, মোর বাতায়ন-পানে
চেয়েছিলে তব করুণ নয়নপাতে।
স্বপন আমার ভরেছিল কোন্ গন্ধে,
ঘরের আঁধার কেঁপেছিল কী আনন্দে,
ধুলায়-লুটানো নীরব আমার বীণা
বেজে উঠেছিল অনাহত কী আঘাতে।
কতবার আমি ভেবেছিনু, ‘উঠি উঠি,
আলস ত্যজিয়া পথে বাহিরাই ছুটি।’
উঠিনু যখন তখন গিয়েছ চলে—
দেখা বুঝি আর হল না তোমার সাথে।
তিনধরিয়া
১৭ জ্যৈষ্ঠ ১৩১৭
১৭ জ্যৈষ্ঠ ১৩১৭