সনেট-পঞ্চাশৎ/বন্ধুর প্রতি

উইকিসংকলন থেকে

বন্ধুর প্রতি

বড় সাধ ছিল তব, করে ধরি’ বীণ,
বাজাতে অপূর্ব্ব রাগ যৌবনের সুরে,
মুমূর্ষু মুমুক্ষু সবে দিয়ে যমপুরে,
তব গীতমন্ত্রে ধরা করিতে নবীন!

কল্পনার ছিল তব চক্ষে দূরবীণ।
অসীম আকাশদেশে দূর হতে দূরে
খুঁজিতে কোথায় কোন্ নব জ্যোতি স্ফুরে,
যার আলো জয় করে আঁধার প্রবীণ॥

আবিষ্কার কর নাই কোন নব তারা।
আজিও ধরণী ধরে পুরাণো চেহারা॥

আকাশেতে উড়েছিলে রঙীণ পতঙ্গ,
পূর্ব্বাহ্ণেই গেছে তব পাখা দু’টি ঝরে’,
সে পক্ষ ধূনন-ধ্বনি আজ গেছে মরে’—
মাটির বুকেতে সুখে শুয়ে আছে অঙ্গ!