বিষয়বস্তুতে চলুন

সময় অসময় নিঃসময়

উইকিসংকলন থেকে
সময় অসময় নিঃসময়

জন্ম: ১২ ফেব্রুয়ারি, ১৯৪৯, শিলচর, আসাম।

শিক্ষা: কাছাড় হাই স্কুলে শুরু। স্নাতোকোত্তর স্তরে বাংলা, বাংলা ভাষাতত্ত্ব ও সংস্কৃত —তিনটি বিষয়ে প্রথম স্থানাধিকারী। পি.এইচ.ডি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২।

কর্মজীবন: ১৯৬৯ সালে শিলচরের নরসিংহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মজীবনের সূচনা। পরে গৌহাটি বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর এবং ঐ বিশ্ববিদ্যালয়ের ভাষা-অনুষদের ডিন এবং দিল্লী বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভারতীয় ভাষা ও সাহিত্যবিদ্যা বিভাগের রবীন্দ্র-অধ্যাপক। বর্তমানে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কর্মরত।

পুরস্কার ও সম্মান: অমৃতলোক সাহিত্য পরিষদ কর্তৃক ‘জীবনানন্দ পুরস্কার (২০০০), সিলেটের ‘একাডেমি অফ টু আরস’ কর্তৃক ‘লিজেণ্ডারি পার্সোনালিটি অফ দি রিজিয়ন’ সম্মান প্রদান (২০০৩), তাসখন্দ ও লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত বক্তা হিসাবে সম্মানিত।

গ্রন্থ: প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। উল্লেখযোগ্য গ্রন্থ ‘প্রবন্ধের ভুবন: ব্যক্তি ও সৃষ্টি’, ‘আধুনিকতা: পর্ব থেকে পর্বান্তর’, ‘বাখতিন: তত্ত্ব ও প্রয়োেগ’, ‘প্রতীচ্যের সাহিত্যতত্ত্ব’, ‘উপন্যাসের সময়’, ‘জাক দেরিদা তার বিনির্মাণ’, ‘রোলা বার্ত: তার পাঠকৃতি', ‘ছোটগল্পের প্রতিবেদন’, ‘জীবনানন্দ:কবিতার নন্দন’ প্রভৃতি।

প্রিয় বিষয়: প্রতীচ্যের সাম্প্রতিকতম সাহিত্যতত্ত্ব ও তুলনামূলক সাহিত্য।

সময় অসময় নিঃসময়

সময় অসময় নিঃসময়

তপোধীর ভট্টাচার্য

একুশশতক
১৫ শ্যামাচরণ দে ষ্ট্রীট
কলকাতা-৭০০ ০৭৩

Samay Asamay Nihsamay

A collection of essays by Tapodhir Bhattacharya

প্রথম প্রকাশ: সেপ্টেম্বর, ২০১০

© স্বপ্ন ভট্টাচার্য

প্রকাশক: একুশ শতক
১৫ শ্যামাচরণ দে স্ট্রিট
কলকাতা-৭০০ ০৭৩

প্রচ্ছদ: মনিষ দেব

মুদ্রক: গীতা প্রিণ্টার্স
৫১এ, ঝামাপুকুর লেন
কলকাতা ৭০০ ০০৯

মূল্য: ১৮০ টাকা

মুকুন্দদাস ভট্টাচার্য

মােহাম্মদ হাবিবুর রহমান

স্মরণীয়েষু

শুভেন্দু ইমাম

সরকার আশরাফ

অমলহৃদয়েষু


অন্ধকারের উৎস হতে যাঁরা উৎসারিত আলাে

আমাদের প্রকাশিত লেখকের অন্য বই

জীবনানন্দ: কবিতার সংকেতবিশ্ব

সূচিপত্র

পূর্বলেখ

সময় ও সমাজ
কালবেলা: মোহিনী আড়াল: ভ্রমকথা ১৫
নিভন্ত এ চুল্লিতে সই একটু আগুন দে ২৪
জনৈক শিক্ষাজীবীর আত্মদর্শন ৩৭
কালবেলার কথকতা ৪৪

ভাষা ও অস্তিত্ব
উনিশে মে, আমাদের উত্তরাধিকার ৫৩
নির্বাসিত বাংলার টুটোফাটা দর্পণ ৬০
প্রান্তিক বাঙালির বিহ্বল বয়ান ৭০
বাংলা ভাষার বিপন্নতা ৭৯
উপভাষা, লঘুসংস্কৃতি, অপর পরিসর ৮৬

সাহিত্য ও সংস্কৃতি
কী লিখি, কী লিখতে চাই ৯৯
আমাদের এই লিখনপ্রণালী ১০৩
সাংস্কৃতিক আন্দোলন ও ভাবাদর্শ ১১৬
নাস্তিকতার সমাজতত্ত্ব ১২৭
লিটল ম্যাগাজিন নামক শমীবৃক্ষ ১৩৯
সাহিত্যতত্ত্বের সহজপাঠ ১৫১
ইলিয়াসের যুগলবন্দি ১৬৬
গ্রহাণুপুঞ্জের আকাশ ১৭৭
উত্তরলেখ ১৮৮

এই লেখাটি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক ৪.০ আন্তর্জাতিক লাইসেন্সের আওতায় প্রকাশ করা হয়েছে, যা বিনামূল্যে ব্যবহার, বিতরণ ও অভিযোজন করার অনুমতি দেয়, যতক্ষণ পর্যন্ত লাইসেন্সটি অপরিবর্তিত ও পরিষ্কার ভাবে বলা থাকে এবং মূল লেখককে কৃতিত্ব দেওয়া হয় — এবং আপনি যদি এই লেখাটি পরিবর্তন, রূপান্তর বা এর ওপর ভিত্তি করে কিছু তৈরি করেন, তবে আপনাকে অবশ্যই আপনার অবদান মূল লাইসেন্সের মত একই রকমের লাইসেন্সের আওতায় তা বিতরণ করতে হবে।