সাঁঝের তারকা আমি
যূথিকা রায় গীত
(পৃ. ১)
সাঁঝের তারকা আমি
পথ হারায়ে
এসেছি ভুলে
সাঁঝের তারকা আমি
পথ হারায়ে
এসেছি ভুলে
মাটির প্রদীপ হয়ে তুলসী মূলে
এসেছি ভুলে
সাঁঝের তারকা আমি
পথ হারায়ে
এসেছি ভুলে
পল্লীবধূ আমি স্নিগ্ধ আঁখি
অস্ত রবিরে নিতি পিছনে ডাকি
পল্লীবধূ আমি স্নিগ্ধ আঁখি
অস্ত রবিরে নিতি পিছনে ডাকি
আলোর কুসুম আমি অন্ধকারে
আকুল চুলে
এসেছি ভুলে
সাঁঝের তারকা আমি
পথ হারায়ে এসেছি ভুলে
আমি নীল আকাশের গোপন কথা
সন্ধ্যারাণীর কানে শুনায়েছি
চুপে চুপে সেই বারতা
আমি নীল আকাশের গোপন কথা
সন্ধ্যারাণীর কানে শুনায়েছি
চুপে চুপে সেই বারতা
দেবতার পদতলে আমি প্রণতি
শঙ্কিত মরমের ভীরু মিনতি
চঞ্চল সমীরণ আষাঢ়সম
উঠিল দুলে
এসেছি ভুলে
সাঁঝের তারকা আমি
পথ হারায়ে
এসেছি ভুলে
সাঁঝের তারকা আমি
পথ হারায়ে
এসেছি ভুলে
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭-এর ২৭ নং ধারা অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ধ্বনিরেকর্ডের প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল ধ্বনি রেকর্ডিং পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।