সুকান্ত সমগ্র/পূর্বাভাস/ঘুমভাঙার গান

উইকিসংকলন থেকে

ঘুমভাঙার গান

মাথা তোল তুমি বিন্ধ্যাচল,
মোছ উদ‍্গত অশ্রুজল
যে গেল সে গেল, ভেবে কি ফল?
ভোল ক্ষত!


তুমি প্রতারিত বিন্ধ্যাচল,
বোঝ নি ধূর্ত চতুর ছল,
হাসে যে আকাশচারীর দল,
অনাহত।


শোন অবনত বিন্ধ্যাচল,
তুমি নও ভীরু বিগত বল
কাঁপে অবাধ্য হৃদয়দল
অবিরত।


কঠিন, কঠোর, বিন্ধ্যাচল,
অনেক ধৈর্যে আজো অটল
ভাঙো বিঘ্নকে: করো শিকল
পদাহত।


বিশাল, ব্যাপ্ত বিন্ধ্যাচল,
দেখ সুর্যের দর্পানল;
ভুলেছে তোমার দৃঢ় কবল
বাধা যত।


সময় যে হল বিন্ধ্যাচল,
ছেঁড়া আকাশের উঁচু ত্রিপল
দ্রুত বিদ্রোহে হানো উপল
শত শত॥