বিষয়বস্তুতে চলুন

সুকুমার সমগ্র রচনাবলী (প্রথম খণ্ড)/বিবিধ কবিতা/ছবি ও গল্প

উইকিসংকলন থেকে
পুণ্যলতা চক্রবর্তী, কল্যাণী কার্লেকর সম্পাদিত
(পৃ. ১৫৬-১৫৭)

ছবি ও গল্প

ছবির টানে গল্প লিখি, নেই তো এতে ফাঁকি
যেমন ধারা কথায় শ‍ুনি, হ‍ুবহ‍ু, তাই আঁকি।


পরীক্ষাতে গোল্লা পেয়ে হার‍ু ফেরেন বাড়ি,

চক্ষু দুটি ছানাবড়া, মুখখানি তার হাঁড়ি।


পরীক্ষাতে গোল্লা পেয়ে হার‍ু ফেরেন বাড়ি,

আচ্ছা করে পিটিয়ে তারে দিলেন তুলো ধ‍ুনে।


মারের চোটে চেচিয়ে বাড়ি মাথায় করে তোলে,

শ‍ুনে মায়ের বুক ফেটে যায়, ‘হায় কি হল’ বলে।


পিসি ভাসেন চোখের জলে কুটনো কোটা ফেলে,

আহ্লাদেতে পাশের বাড়ির আটখানা হয় ছেলে॥

সন্দেশ—১৩২৯
বিবিধ কবিতা
১৫৭