সুকুমার সমগ্র রচনাবলী (প্রথম খণ্ড)/বিবিধ কবিতা/লক্ষ্মী

উইকিসংকলন থেকে
পুণ্যলতা চক্রবর্তী, কল্যাণী কার্লেকর সম্পাদিত
(পৃ. ১৬৬)

লক্ষ্মী

হাত-পা-ভাঙা নোংরা পুতুল মুখটি ধুলোয় মাখা,
গালটি তার খাবলামতন চোখদুটি তার ফাঁকা,

কোথায়-বা তার চুলবিনুনি কোথায়-বা তার মাথা,
আধখানি তার ছিন্ন জামা, গায় দিয়েছেন কাঁথা।

পুতুলের মা ব্যস্ত কেবল, তার সেবাতেই রত
খাওয়ান, শোয়ান, আদর করেন, ঘুম ডেকে দেন কত।

বলতে গেলাম ‘বিশ্রী পুতুল’ অমনি বলেন রেগে—
‘লক্ষ্মী পুতুল, জ্বর হয়েছে তাই তো এখন জেগে।’

দ্বিগুণ জোরে চাপড়ে দিল ‘আয় আয় আয়’ বলে—
নোংরা পুতুল লক্ষ্মী হয়ে পড়লো ঘুমে ঢুলে!

সন্দেশ--১৩২৬