সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/আমরা কিশোর শান্তি-সেনা

উইকিসংকলন থেকে

আমরা কিশোর শান্তি-সেনা

আমরা কিশোর শাস্তি-সেনা, ভ্রান্তি-নাশার দল,
ঘুচিয়ে দেব এই দুনিয়ার সকল অমঙ্গল।
নূতন-তে দীক্ষা নিয়ে করব রে যাত্রা, যাব,
যাব শ্যাম-মালয়ে, যাভা-সুমাত্রা,
চীন-জাপানের কিশোর দলে ভিড়ব অবিরল;
শান্তি-সেনার দল।

করব মোরা কঠোর শপথ, গড়ব নূতন পথ,
চেতন-আনা কেতন নিয়ে ছুটবে মোদের রথ।
আত্মঘাতী যে-সব জাতি স্বার্থেতে অন্ধ,
তাদের দেশে আনব মোরা আনন্দ-ছন্দ;
রাখব তাদের, চাইছে যারা আনতে রসাতল;
শান্তি-সেনার দল।

আমরা কিশোর, চলব মিশর, আরব, সিরিয়ায়,
রাশিয়া আর মাঞ্চুরিয়ায় মন যে যেতে চায়;
ট্রান্সজর্ডন, প্যালেস্টাইন, তুর্কি, পারস্য,
ফিলিপাইন, করমোসাতে ঘুরব অবশ্য;
চলব মোরা সায়াম, এনাম, ব্রহ্ম ও সিংহল;
শান্তি-সেনার দল।

করতে যদি হয় আমাদের আত্মবিসর্জন,
স্বার্থ-হারা আদর্শবাদ করব না বর্জন,
সব-এশিয়ার কিশোর মিলে গড়িব সঙ্ঘ,
মরণ বরণ ক’রেও ব্রত করব না ভঙ্গ,
জ্বালব ধরায় প্রীতির আলো, প্রেমের হোমানল,
শান্তি-সেনার দল।

কামান-গোলা, অ্যাটম্-বোমা মোদের তরে নয়,
ধ্বংস তারা করতে পারে, করতে পারে ক্ষয়,
আমরা যে চাই নুতন ক’রে দুনিয়া গড়তে,
অমৃত ফল আনতে যে চাই এই মৃত মর্ত্যে,
চাই ঘুচাতে হিংসা-দ্বেষের উগ্র হলাহল,
আমরা কিশোর শান্তি-সেনা, ভ্রান্তি-নাশার দল!