সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/আমার চোখে ঘুম নামে আজ

উইকিসংকলন থেকে

আমার চোখে ঘুম নামে আজ

আমার চোখে ঘুম নামে আজ
ঘুম‍্তি নদীর মাঝে,
নৌকা আমার চলছে উজান
বৈশাখী এক সাঁঝে।
ঘুম‍্তি নদীর মাঝে।

ঘুম আসে মোর নয়ন ছেয়ে,
জড়িয়ে আসে আঁখি,
আঁধার নামে দু’কূল ছেয়ে,
রাতের নাহি বাকি।
জড়িয়ে আসে আঁখি।

অলস হাওয়া হাই তুলে যায়,
ঢেউ তুলে যায় জলে,
তারই মাঝে ছপছপিয়ে।
নৌকা আমার চলে।
ঢেউ ওঠে আজ জলে।

আঁধার হ’ল বাইরে ভুবন,
সন্ধ্যা এলো ছেয়ে,
স্বপন-পুরে চলছি আমি
ঘুমের খেয়া বেয়ে।
সন্ধ্যা এলো ছেয়ে।

অনেক দূরে স্বপন-পুরে
এবার দেব পাড়ি,
কালোর জগৎ ছেড়ে যাব
আলোর দেশের বাড়ি।
এবার দেব পাড়ি।

আলোর দেশে নাই কোনদিন
অন্ধকারের ভীতি,
নাই সেখানে বেসুরো সুর,
ছন্দ-হারা গীতি।
নাই আঁধারের ভীতি।

আনন্দ আর শান্তি সেথায়
নিত্য বিরাজ করে,
অমৃতেরই স্বাদ পাওয়া যায়
অন্তরে অন্তরে।
শান্তি বিরাজ করে।

আয় রে আমার ঘুম নেমে আজ
ঘুম্‌তি নদীর মাঝে,
গোলমেলে এই ভুবনটাতে
ফিরতে চাহি না যে,
কোলাহলের মাঝে।

বাহির-জগৎ আঁধার হ’ল,
ঘনিয়ে এলো রাতি,
উঠলো জ্ব’লে এবার আমার
স্বপন-পুরীর বাতি।
ঘনিয়ে এলো রাতি।

ঘুম-ভরা সেই নিঝুম দেশে
চলেছি নির্ভয়ে,
থাকব সেথা কিছুটা কাল
আনন্দময় হয়ে।
চলেছি নির্ভয়ে।

শান্ত-সাঁঝে নৌকা আমার
চলছে ভেসে ভেসে,
অন্ধকারে ঘুমিয়ে এবার
জাগবি আলোর দেশে।
চলেছি তাই ভেসে।