হিতদীপ/বচন

উইকিসংকলন থেকে
বচন।

বলিবে নিখিল লোকে সুনৃত বচন,
মিথ্যা প্রিয় বাণী নাহি বলিবে কখন।
অপ্রিয় বচন যদি হয় সত্যময়,
তবু তাহা নাহি বলে সাধু সদাশয়।
কিন্তু জটিলতাময় সংসার ভিতর,
এ ব্রত পালন না সতত সুকর,
সঙ্কটে বলিবে সত্য অপ্রিয় বচন,
তথাপি অনৃত প্রিয় বলো না কখন,
যে হেতু সত্যের জয় হয় চিরদিন,
অনৃতে নিরত নহে কখন প্রবীণ।