হিতদীপ/বচন

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
বচন।

বলিবে নিখিল লোকে সুনৃত বচন,
মিথ্যা প্রিয় বাণী নাহি বলিবে কখন।
অপ্রিয় বচন যদি হয় সত্যময়,
তবু তাহা নাহি বলে সাধু সদাশয়।
কিন্তু জটিলতাময় সংসার ভিতর,
এ ব্রত পালন না সতত সুকর,
সঙ্কটে বলিবে সত্য অপ্রিয় বচন,
তথাপি অনৃত প্রিয় বলো না কখন,
যে হেতু সত্যের জয় হয় চিরদিন,
অনৃতে নিরত নহে কখন প্রবীণ।