হিতদীপ/সহোদর ও সহোদরা

উইকিসংকলন থেকে
সহোদর ও সহোদরা।

সোদর সোদরা মরি কি সুখের ধন,
বিতরে আনন্দ সুধা নিয়ত যাহায়,
এ ধন-গৌরব-সুখ জানে সেই জন
বিপদে পতিত যেই হয়েছে ধরায়।

হায়রে, এ ধন বিনা কত দুখ ভার
এ ধন-বিহীন-বিনা জানে কি তা পরে?
জীবন-তরণী, দুখ-জলধির পার
সোদর-পবন বিনা দিতে পারে নরে?

হায়রে, যাদের সনে এক জননীর
সুকোমল অঙ্ক-‘পরি যাপিনু জীবন,
হেরিলে যাদের মরি কভু আঁখি নীর
হৃদয় বিদরে, হয় সজল নয়ন।

যাদের সুচারু কান্তি, জিনি সুধাকর,
কিংবা বিকশিত কম-কমল-নিন্দিত,
অথবা, হৃদয়াকাশ শোভী বিভাকর,
বিষাদ বিনাশি দেয় সুখ অবিরত।


অভিন্ন-জননী-স্তন্য যাহাদের সনে
আহা মরি করি পান ধরিনু জীবন;
সহ-অনুভূতি যথা অতুল ভুবনে
স্নেহের আদিম ভূমি, নয়ন-রঞ্জন।

যেমতি এককবৃন্তে কুসুমনিচয়
অতুল সুষমা দেয় ফুল তরুগণে,
করিনু জননী-মন তথা সুখময়
শৈশব-যৌবনে মিলি যাহাদের সনে।

সেই ত সোদর আর সোদরার সনে
জ্বালিত বিবাদ-বহ্নি করোনা কখন,
উচিত তাদের সহ নিবাস মিলনে
এক মনে এক প্রাণে উজলি ভবন।

অগ্রজ জগতীপূজ্য মাননীয় জন
ভাবিবে অমর সম এ মর ভুবনে,
অনুজ তনুর সম স্নেহ-নিকেতন,
সতত তোষিবে তায় চার আচরণে।

আদিজা ভগিনী হন জননীর পরে
নিখিল রমণী-মান্যা ধরার ভিতর,
অনুজা তনুজা সম মমতায় ধরে
নিয়ত এদের হবে হিত-সুখ-কর।