১৯০৫ সালে বাংলা/সুরেন্দ্রনাথের প্রথম বিচার

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

সুরেন্দ্রনাথের প্রথম বিচার।

 বাবু সুরেন্দ্রনাখ চেয়ারে বসিতে যাইতেছিলেন। ইমার্সন সাহেব তাহাতে আপত্তি করিয়া বলিল, “আপনি আসামী বসিতে পারেন না।” সুরেন্দ্রবাবু বলিলেন, “আমাকে কি অপমানিত করিবার জন্য এই স্থলে আনয়ন করা হইয়াছে?” হুজুর কোন উত্তর দিলেন না। আপন মনে কি লিখিতে লাগিলেন। পরে বলিলেন আপনাকে দশ হাজার টাকার মুচলেখা দিতে হইবে ও প্রত্যেকে পাঁচ হাজার করিয়া দশ হাজার টাকার দুইজন জামিন দিতে হইবে। অতঃপর এ বিষয়ে আর কোন উচ্চবাচ্য হইল না। কোথায় বা জামিন, কোথায় বা মুচলেখা, কে দিবে আর কে বা গ্রহণ করিবে? এ কথাই আর উঠিল না! এ ব্যাপার এই পর্য্যন্তই চাপা পড়িল।