এটি একটি মুক্ত অনলাইন গ্রন্থাগার, যা আপনিও সমৃদ্ধ করতে পারেন।
১০ই আগস্ট ২০০৭ তারিখ থেকে এই গ্রন্থাগার যাত্রা শুরু করে।
নির্বাচিত রচনা
স্মরণ নামক কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলির রচয়িতা নোবেল পুরস্কার বিজয়ী বিশ্ববিখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। ১৩০৯ বঙ্গাব্দের ৭ই অগ্রহায়ণ তারিখে রবীন্দ্রনাথের সহধর্মিণী মৃণালিনী দেবী মৃত্যুবরণ করলে তাঁর স্মৃতির উদ্দেশে তিনি এই কবিতাগুলি রচনা করেন। ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত মোহিতচন্দ্র সেন দ্বারা সম্পাদিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের ষষ্ঠ ভাগে এই কবিতাগুলি স্থান পায়। পরবর্তীকালে এইসকল কবিতাগুলি একত্র করে স্বতন্ত্র আকারে কবিতাগুলি স্মরণ নামক গ্রন্থাকারে ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
আজি প্রভাতেও শ্রান্ত নয়নে রয়েছে কাতর ঘোর।
দুখশয্যায় করি জাগরণ রজনী হয়েছে ভোর।
নব-ফুটন্ত ফুলকাননের
নব জাগ্রত শীতপবনের
সাথি হইবারে পারে নি আজিও এ দেহহৃদয় মোর।
আজি মোর কাছে প্রভাত তোমার করো গো আড়াল করো।
এ খেলা এ মেলা এ আলো এ গীত আজি হেথা হতে হরো।
প্রভাতজগৎ হতে মোরে ছিঁড়ি
করুণ আঁধারে লহো মোরে ঘিরি
উদাস হিয়ারে তুলিয়া বাঁধুক তব স্নেহবাহুডোর।