পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कमकोअनि: वैभौ-च: হুখ এমন চঞ্চল কেন মুখ, নদী-বুকে যেন ক্ষুদ্র ঢেউ; ব্যাকুল লুকাতে সদা মুখ– ধরার সে নহে যেন কেউ। এক সুখ নাহি পায় সুখ, তাই সদা পরমুখ চায়? তাই কেঁদে ডাকে শত ফুখ? বাস যথা আপনা বিলায়। রমণী, তোমার মুখ হেরে’, মুখ বুঝি এত সুখ পায়— অত সুখ সহিতে না পেরে, আত্মঘাতী হ’য়ে ম’রে যায়। বঁাশরী-স্বরে বঁাধিতেছিলাম মন আপন ঘরে— কেন গৃহ ছাড়িলাম বঁাশরী-স্বরে। সম্মুখে প্রমোদ-বন, ফুটে ফুল অগণন, উড়ে অলি, নাচে শিখী, হরিণী চরে; কেন গৃহ ছাড়িলাম বঁাশরী-স্বরে। সমীর সুরভি-ভরে ফুলে ফুলে ঢলে পড়ে, মৃত্ন কঁপে তরু-লতা, পিক কুহুরে। कनकtखलि-२