পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कञकांथलि: मिमjzच প্রভাতে কে ভাঙ্গিল হৃদয়-কানন? সাধের অফুট ফুল-বন। না জানি কে দেববালা ভরিতে ফুলের ডালা, এসেছিল নিশীথে কখন। শাস্বলে যেতেছে দেখা ঈষৎ গুলফের লেখা; শিলাসনে তমু-নিরূপণ। পূর্ণিমায় ফুল্ল হিয়া, দেখে নাই বিচারিয়া,— ছিড়েছে মুকুল অগণন। কে জানে নারীর খেলা, কিসে সাধ, কিসে হেলা— কে জানে কেমন নারী-মন ৷ কোন কথা নাহি বলি', পদতলে গেল দলি? কত শ্রম, বাসন, যতন। নিদাঘে দিয়েছিলে জ্যোৎস্ন। তুমি, নিয়ে আছি অন্ধকার; দিয়েছিলে ভালবাসা, নিয়ে আছি হাহাকার। তুমি বেঁধেছিলে বীণা, আমি যে ছিড়েছি তার,— ভ্রমর গুঞ্জন করি আসে না ত কাছে আর। উষার মতন হেসে—ধর আলো করে এলে, গেলে বিছাতের মত,—শত বজ্র পাছে ফেলে। कबकांजजि-e $o