পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কনকাঞ্জলি ঃ সংশয়-সৃষ্টি তুমি পরিমল-স্থখে আদরে ছলাবে বুকে, পবিত্র—কৃতার্থ হব পরশে তোমার। রাখ কিংবা দল” পায়— কিবা তায় আসে যায়? তোমারি একান্ত আমি—স্বতঃ উপহার। ংশয়-দৃষ্টি কেন—কেন নিমীলিত নয়ন-পল্লব— অসহ্য কি শুভ বর্ত্তমান? নয়নে নয়নে এই নব অম্ভব, প্রাণে প্রাণে আকুল আহবান। এ কি লজ"?—কই কোথা আরক্ত কপোল, ফুরিত অধরে স্থির হাস? স্বধার সাগরে সেই স্থধার হিল্লোল— জীবনের জড়ত্ব-বিনাশ। এ যে রে সংশয়-দৃষ্টি—সংঘর্ষ বিষম, বর্ত্তমানে ভবিস্ত্য-সন্ধান। রুধি রবি-শশী-আলো—সুখ-দুখ-ভ্রম,— মুহূর্তের প্রাধান্ত-প্রদান। কি দেখিলে? কি বুঝিলে? বল বল, প্রিয়, প্রণয়ের কোন পথ শ্রেয়? জীবন যৌবন ওই তুলাদণ্ডে দিয়া, এ প্রতীক্ষা—অতি ঘৃণ্য হেয়।