পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী সে নেত্রে সে বিশাল-নেত্রে কাল সর্ব্ব মনঃপ্রাণ দিতাম ঢালিয়া যদি চুম্বনে চুম্বনে। নির্লিপ্ত-নয়নে চেয়ে, চঞ্চল-চরণে পলা’ত ন দূরে আজ হরিণী-সমান। ঝরিত সে আঁখি হ’তে কত গীতিগান, মুখে স্বপ্নে মুগ্ধ করি প্রেমলুব্ধ জনে। প্রশাস্ত জলদ সম নয়নে নয়নে ঘুরিত—ফিরিত সদা কি কাব্য মহান। পুণেন্দু-কিরণে যথা নীল সিন্ধুজল বাঁক-ঝক জলে,—শত বিজলী-প্রতিমা। প্রভাত-কিরণে যথা নব মেঘদল,— প্রাস্তে লুটে রৌপ্য-হাসি,—স্বৰ্গ-মধুরিম। বসন্ত-মিলনে ধরা শু্যামল বিহবল— রূপসী লভিত, আহা, প্রেমের মহিমা। হেমন্তে আকাশ হতেছে ক্রমে কুঙ্কটি-মলিন, নিম্প্রভ হতেছে শশী, সুদীর্থ রজনী; নিশা-শেষে অঙ্ককণা ফেলিছে ধরণী; সমীর শীতল ক্রমে, মৃত্তিক কঠিন। সন্ধ্যার আঁধার মুখ, তারা রশ্মিহীন; তরুলত শুষ্কদেহ,—শুষ্কপত্র মূলে; শ্রোতস্বতী শীর্ণ-কায়—হংসী নাহি কুলে; ক্ষেত্র বিদারিত-দেহ, ক্রমে ক্ষুদ্র দিন। द्यशङ्, ऎऴ ८द्म ऎ*, बुथं चांद्म बलि', दूथा ७ी भभ छt-गैौडि-कांडब्र कन्न्लन! বৃথা এই সযত্ন স্বপন-কর্ষণ—