পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কনকাঞ্জলি ঃ প্রেম-শিশু 8 & নিমেষের মুখ সাধ, নিমেষের ক্লেশ; r নাহি গত-সুখ-স্মৃতি, নাহি পর-স্থখ-ভীতি, কি করি—কি করি সদা, কর্ত্তব্য অশেষ। পরপদে প্রাণ দিয়া, বিনামূলে বিকাইয়া, সাধিয়। রমণী-ধর্ম্ম,—কেন ভগ্ন মন? হোক তার জয় জয় নিত্য এই বিশ্বময়; শত পরাজিত-মাঝে তুমি এক জন— উঠ, সখী, মুছহ নয়ন। প্রেম-শিশু o মৃত আজি প্রেম-শিশু, দাও গো সমাধি তায়। এই তটিনীর কুলে, এই বকুলের মূলে, এই শুভ্র জ্যোৎস্না-তলে, তৃণ-ফুল-বিছানায়। বকুল ঢাকুক ফুলে, ব্যজন করুক বায়, শিশির ঝরুক শিরে, শশী চা’ক ফিরে ফিরে’, তটিনী কাছক তীরে লুটিয়া লুটিয়া পায়। কিছুতে সে বুঝিল না,—বুঝি নাই সে কি চায়। নিজ হৃদি শূন্ত করি’ দিল্প তার হৃদি ভরি’ কত সুখ-সাধ-আশা, কত স্নেহ-মমতায়। এত যত্ন, এত স্বপ্ন, এত সুপ্ত বাসনায়— তবু সে পেলে না সুখ, দিন দিন মান-মুখ, মুদিল নয়ন-যুগ কি লুকান বেদনায়।