পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ĝe অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী একে ত এ মানব-জীবন, নদী-কুলে বেতলীর লতা; সদাই আকুল পর-হাতে, ঢেউয়ে ঢেউয়ে সদা পর-কথা। সদা সে আনিত পর-স্মৃতি, পরের সে দূত। বুঝিতে, বুঝাতে ছটো কথা, কুসুম পলকে বৃস্ত-চু্যত॥ আঁখি শুধু মেলিতে মেলিতে, তারক। যে মেঘেতে লুকায়। বসন্ত যে আসিতে আসিতে, অথি-পথে থমকি পলায়। অকাল-মরণ তবে,—সে ত পুণ্য-ফল জগত-ভিতর। আমরা ত দীর্ঘ-প্রাণ ল’য়ে, শূন্ত-পানে চেয়ে আছি, জুড়ি হুই কর। রবীন্দ্রনাথ কোটি কোটি বর্ষা-নিশি ঘুরেছে জগত, কত কোটি কোটি তার ঘেরে চারি ধার, জলিয়া—নিবিয়া গেছে, খদ্যোতের মত। পথিক পায় নি পথ, গন্তব্য তাহার। মেঘ-স্তরে-স্তরে আজ, মুদুর আকাশে, কনকের রেখা মত কি যেন ফুটিছে। বিহঙ্গের কল-কলে, কুসুমের বাসে, শুস্তিত সমীর যেন চমকি উঠিছে।