পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নত আঁখি, নত মুখ, কম্পিত শরীর, বুঝিবে কি ভিতরের, দেখিয়া বাহির? ওগো ওগো, কহিও না কথা, এখনি ভাঙিয়া যাবে মোহ। স’য়েছি অনেক ব্যথা, সহিতে পারি না আর, ওহো। লইয়া প্রাণের ধ্যান ঘুরিতেছি দেশে দেশে, যৌবন কাটিয়া গেল প্রায়। সে মুখের হাসি মত, সে সুরের রেস মত, আজ তুমি এসেছ হেথায়। কাহাকে দেখিতে যদি দেখে থাকি কা’কে, সেই যদি নাহি হও তুমি। সে যদি চলিয়া গিয়া থাকে এ রূপের স্রোত সুধু চুমি;– এ স্রোত না হয় যদি তেমনি গভীর, সে মুখ-বাহিনী; এ কুলে না থাকে যদি সে লতা-কুটার, সে কাব্য-কাহিনী; এ সৌরভে না থাকে সে ফুল, এ বীণায় না থাকে সে গান, হয়ে থাকে বিধাতার ভুল যদি এ রূপের মাঝ-খান –