পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وي، وح অক্ষয়কুমার বড়াল-গ্রস্থাবলী কালের কুটিল দিঠে পড়ে অঙ্গ পীঠে পীঠে— পতি-প্রেমে দেবী তুমি, পীঠে তীর্থস্থল। বিরচি’ জগৎ-মাঝ মমতার ‘মমতাজ”— বুক-ভরা নিরাশায় স্বপন-রচনা। অশ্রু দিয়া, শ্বাস দিয়া, মনঃপ্রাণ নিঙ্গাড়িয়া, তোমারি প্রীত্যর্থ, প্রিয়া, তোমারি কল্পনা! সে তপস্যা ঘেরি’ ঘেরি* ঘুরে তব স্মৃতি-চেড়ী, মরণ মধুর করি’—জীবন ছলনা। ত্রয়ী জীবনের এ সঙ্গীত পবিত্র মহান— প্রতিজনে করিতেছে সতত আহবান। তবু নর অন্তমনে তুচ্ছ সুখ-দুঃখ গণে, প্রাণ-পণে রুদ্ধ করি’ নিজ মনঃপ্রাণ। ক্ষণ-তরে স্বার্থ ভুলি’ হৃদি-শঙ্খ লহ তুলি”, শুন, কি ওঙ্কার-ধবনি—বিশ্ব কম্পমান। কি ধীর গভীর শবদ– ধরণী ধুসর স্তব্ধ, স্থরনর থর-থর—নাহি পরিত্রাণ। মূৰ্ছিত মলিন ভানু, শ্লথ অণু-পরমাণু, বাজিছে পিনাকি-করে প্রলয়-বিষাণ জীবনের এ সঙ্গীত পবিত্র মহান।