পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী সন্ধ্য হ’ল—উঠ, পিতা। মন্দিরে মন্দিরে আরতির বাজিছে বাজনা। জালিব কি দীপ —জলে কুটীরে কুটীরে; করিবে না গায়ত্রী-বন্দন? বড় অন্ধকার গৃহ, পাইতেছি ভয়, উঠ, পিতা, কও–কথা কও। অন্তদিন কত পাঠ, কত গল্প হয়; তুমি ত কঠোর কভু নও। কেন এ ঘর্ঘর-ধ্বনি, কেন এ ভ্রুকুট? কেন, পিতা, কেন হেন রোষ? সেই আমি আছি বসে’ ল’য়ে ভাই তুটী, করি নাই আজ কোন দোষ। পদাঘাত? তাই কর—পুনঃ পদাঘাত? বড় বাজিয়াছে, পিতা, বুকে। বেজেছে তোমার পায়? বুলাব কি হাত? কও, পিতা, কও হাসি-মুখে। এ কি, পিতা। কেন পদ তুষার-শীতল, কেন হেন নিঃশ্বাস সঘন? দিব কি উত্তাপ আমি? জালিব অনল? শীতে বুঝি করিছ এমন। এস, ভাই, বস’ হেথা নিমেষের তরে, দীপ জালি’ শীঘ্র অগ্নি করি; এখনো হয় নি রাত, দিব ভাত পরে, কাদিস না, পায়ে তোর পড়ি। পিতা। পিত। কেন মাথা লুঠায় এমন? এ কি নব দেবতা-প্রণতি।