পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শঙ্ক ৪ বিপত্নীক কতদিন গেছে চলে’— নাহি আর গৃহতলে লুষ্ঠিত-অঞ্চল চিহ্ন, চরণের রাগ। নাহি আর এ শয্যায় সে রূপ-আভাস, হায়, সে পবিত্র দেহ-গন্ধ—সে স্বপ্ন সজাগ। সে বৈকুণ্ঠধাম মম আজি রে শ্মশান সম— হানা ঘরে বায়ু যেন ঘুরি হাহ করে। কোণে কোণে জমে ধূলা, হেথা-হোথা বইগুলা, ছেড়া ছবি, ভাঙ্গ বীণা অযতনে পড়ে’। তার সে মুখর শুক পাখায় ঢেকেছে মুখ, আদর না পায় কারে—আদর ন৷ চায়। সাধের শিখীটা তার নাচে না নিকুঞ্জে আর, সাধের হরিণী তার মরেছে কোথায়। তার সে আকুরে মেয়ে দ্বারে বসে পথ চেয়ে— ঠোটে আর হাসি নাই, মুখে নাই রব। কোলে তুলে নিতে গেলে, ” অমনি কাদিয়া ফেলে— ঘরে যেন কেহ নাই, পথে যেন সব! দাস দাসী পরিজন সকলেই ভাঙ্গ মন, ফিরিয়া—পলাতে পেলে প্রাণ যেন পায়। ●●