পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শংখ ঃ হরিদাস বন্দ্যোপাধ্যায় ধীর ভাষা, স্থির আশ, জ্ঞান সর্ব্বাঙ্গীণ, সংসারের সুখে দুঃখে সদা অকাতর; জীবন-পাবন-যজ্ঞে মগ্ন নিরস্তর— ' হৃদয়ে অজেয় বীর, বিশ্বে উদাসীন। হে স্বহৃদ, গেলে কোন মানসের তীরে নবীন প্রভাতে ল’য়ে নব জাগরণ। রঞ্জিত দুখানি পাখ পরাগে শিশিরে, ' নয়নে জড়িত স্বপ্ন, মুখে গুঞ্জরণ। বাণীর চরণ-পদ্ম ঘিরে ঘিরে ঘিরে? করিতে জীবন-গীতি পূর্ণ সমাপন। হরিদাস বন্দ্যোপাধ্যায় [ >\be & I কোথায় সে দেশ—তুমি যেতেছ যেথায়? জীবনের পরপারে—রবি-শশী দূরে। প্রেম প্রীতি স্মৃতি ধ্যান যায় কি সেথায়? বাজে কি হৃদয় আর জগতের স্বরে? হাসিয়া কাদিয়া মোরা ফু দিন হেথায়— আবার কি মিলি সবে সে অমর-পুরে? এমনি কি শোকে দুঃখে স্নেহে মমতায় প্রিয়জনে ধরি’ বুকে স্থখ-অশ্রু ঝুরে? যাও—তবে যাও, সখা, তুমি নিজ ঘরে। কত বসন্তের গান, শরতের মেঘ, কত-না বিফল স্বল্প-কল্পনা-উদ্বেগ ছুটিছে তোমার পিছে কাদিয়া কাতরে। গেছে—যাবে কত মাতা, কত শিশু, নারী— ছ’ দিনের আগুপিছু-মিছে নেত্রবারি।