পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tv- অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী কত শোভা, কত গন্ধ, কত স্থর, কত ছন্দ, কি যন্ত্রণা, কি আনন্দ, কি চির-বিশ্বাস। কোন জন্মে, কোন লোকে দেখেছি সহস্ৰ চোখে— এস গে। বিরহ-শ্লোকে মিলন-আশ্বাস। ছায়। পিছে কায়া নিয়ে আজীবন ছুটি, প্রিয়ে, হৃদয়ে হৃদয় দিয়ে কর দেহ নাশ। মধ্যাহ্নে S একেল জগৎ ভুলে’ পড়ে আছি নদীকূলে, পড়েছে নধর বট হেলে’ ভাঙ্গা তীরে; ঝুরু-ঝুরু পাতাগুলি কঁাপিছে সমীরে। চাতক কাতরে ডাকে, চরে বক নদী-বাকে, ডাকে কুবে কুব কুৰু লুকায়ে কোথায়। গাভী শুয়ে তরুতলে, হংসী ডুবে উঠে জলে, ডিঙ্গাখানি বেঁধে কুলে জেলে ঘরে যায়। দূরেতে পথিক ছুটী চলে’ যায় গুটি-গুটি, মেঠো পথ দিয়া। পাশ দিয়া ল’য়ে জল, আঁখি ফুট ঢগ-ঢল, কুলবধু দ্রুত গেল লাজে চমকিয়া। షి নিঝুম মধ্যাহ্ন-কাল, অলস স্বপন-জাল রচিতেছি অস্তমনে হৃদয় ভরিয়া।