পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী সায়াহ্নে মলয়-সমীর, স্বত্ব মুহ, বুরু-ঝুরু, মেকুর, অধীর। কত দূর হতে এস বহিয়া, তাহার পরশ-বাস লইয়া। নাহি জানি সে কোন জগতে— হৃদয়ের পরতে পরতে পড় তুমি লুটিয়া! স্বরগে মরতে ভেদ— বিরহের দীর্ঘচ্ছেদ যাক যাক টুটিয়া। পূর্ণিমা রজনী, জ্যোৎস্নায় ভরিয়া গেছে সমস্ত ধরণী। অদূরে পুলকে পিক কুহরে, ফুলে ফুলে তরুলত শিহরে; নয়ন আলসে ঢুলু ঢুল, কুলে নদী বহে কুলু-কুল; ওই দূরে নীপমূলে তাহার আঁচল তুলে— কত হয় ভুল! ভুলি বিশ্ব-চরাচর আগ্রহে বাড়াই কর— হৃদয় আকুল। আধ ঘুমে, আধ জাগরণে— কতই—কতই ভাবি মনে। সে যেন ব্যাকুল হ’য়ে, সেই ভালবাসা ল’য়ে, আছে কাছে বসি। সারা রাত—সার রাত বুলাইছে দেহে হাত . নিঃশ্বসি’ নিঃশ্বসি’।